ইউনিভার্সেল মেডিকেল ও নিউজিল্যান্ড ডেইরির মধ্যে এক দ্বিপক্ষীয় করপোরেট স্বাস্থ্য চুক্তি

ইউনিভার্সেল মেডিকেল ও নিউজিল্যান্ড ডেইরির মধ্যে এক দ্বিপক্ষীয় করপোরেট স্বাস্থ্য চুক্তি

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ও নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে এক দ্বিপক্ষীয় করপোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে। দুটি প্রতিষ্ঠানের মধ্যে গতকাল বুধবার এই চুক্তি হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তির আওতায় নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের সব কর্মকর্তা ও তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেলথ চেকআপ, কার্ডিয়াক হেলথ চেকআপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।

চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন আহমেদ।

দ্বিপক্ষীয় চুক্তিতে আরও স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এজিএম এ কে মোহাম্মদ সাহেদ হোসেন, ম্যানেজার (করপোরেট) রুহা আলম রুহেল ও এক্সিকিউটিভ তাহমিনা আক্তার এবং নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের হেড অব এইচআর মোহাম্মদ জিয়াউল করিম।

Agreement Related News : 

https://www.ajkerpatrika.com/191237/ইউনিভার্সেল-মেডিকেল-ও-নিউজিল্যান্ড-ডেইরি

https://www.ittefaq.com.bd/597634/ইউনিভার্সেল-মেডিক্যাল-ও-নিউজিল্যান্ড-ডেইরির-মধ্যে

https://www.swadeshpratidin.com/details.php?id=79632

https://www.newsg24.com/economy-news/8235/

https://www.sonalinews.com/m/economy/news/172898

  • Share this :

Related article

Make an appointment! Go there